আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভাল আছেন এবং দুয়া করি সবসময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল থাকেন।
আজ আমি আপনাদেরকে দুটি দারুণ সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দেব।
অবশ্য
এই টিউনটি এর আগে আরো অনেকেই করেছে। আমি অবশ্য দুই চারটা কথা যুক্ত করে
ভিন্ন কিছু বলার চেষ্টা করেছি। আশা করি এই এডিটিং এর কাজ গুলো আপনাদের ভাল
লাগবে।
প্রথমটির নাম "Eraser"এই
সফটওয়্যারটির সবচেয়ে ভাল দিকটি হল যে,, আপনি এটি দিয়ে খুব নিখুঁত ভাবে
ছবির- ব্যাকগ্রাউন্ড বদলাতে পারবেন।এটা দিয়ে আপনি মূলত আপনার ছবির
চারপাশেরl সবকিছুই মুছে দিতে পারবেন একেবারে নিখুঁতভাবে।এর Manual mode
দিয়ে আপনি screen. এর ওপর টাচ করে ব্যাকগ্রাউন্ড মুছতে পারবেন.। আর auto
mode দিয়ে আপনি খুব সহজেই নিখুঁত ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছতে পারবেন।
তাহলে দেরি না করে ডাউনলোড করে নিন।
এবার.
আপনাদের সাথে যে এপ্স টি শেয়ার করব তা অনেক চেনা একটি এপ্স যাদের কাছে
এটি আছে তারা এড়িয়ে যান.। যাই হোক, কাজের কথায় আসি। এই এপ্স টির নাম picsay
pro এর সাহায্যে আপনি অনেক কিছু করতে পারবেন। আমি শুধু আপনাদের background
change করা টা শেখাব। এটা খুবই সহজ.।প্রথমে আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড
হিসেবে সেট করবেন তা এই এপ্স টি থেকে সিলেক্ট করুন। তারপর ইফেক্ট এ গিয়ে
ইনসার্ট পিকচার থেকে ইরাজার দিয়ে ব্যাকগ্রাউন্ড করা পিকচার টি সিলেক্ট করে
সঠিক ভাবে রেখে আপনার এডিটিং শুরু করে নিন। ব্যাস কাজ শেষ। এছাড়া এই এপ্স
টি দিয়ে আপনি আপনার ছবিকে আরও সুন্দর, কালারফুল করতে পারবেন ও বিভিন্ন
text, sicker যোগ করতে পারবেন।
আরেকটি মজার ব্যাপার হচ্ছে এটি দিয়ে আপনি আপনার বডির যেকোন অংশ কেটে অন্য বডির অংশের সাথে এডজাষ্ট করতে পারবেন অত্যন্ত নিখুতভাবে।
0 মন্তব্যসমূহ